শীতকালে ঠোঁট শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। শীতে কমবেশী সবারই ঠোট ফাঁটে। এ কারণে অনেকেই বেশ অস্বস্তিতে পড়েন। অনেকের আবার সারা বছরই ঠোঁট খসখসে থাকার সমস্যা হয়। হাতের কাছের সাধারণ কিছু নিয়ম মেনে চললে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। দুধের পুষ্টি ঠোঁটকে নরম করে, দুধকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। কিছুক্ষণ পর ঠাণ্ডা দুধকে ধীরে ধীরে ঠোঁটে মাখুন, ১৫ মিনিট রেখে শুকান। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দু’বার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। মধু ঠোঁটের সমস্যা সমাধানে বেশ উপকারী ভূমিকা রাখে। সামান্য পরিমাণ মধু নিয়ে সম্পূর্ণ ঠোঁটে মাখুন। ১০ মিনিট রেখে এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলে একটু লিপজেল দিন। ঠোঁটকে নরম রাখতে জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন। সামান্য জলপাইয়ের তেল নিয়ে ঠোঁটে মাখুন। প্রতিদিন দু’-তিনবার এটি ব্যবহার করলে ঠোঁট নরম থাকে। রাতে ভ্যাসলিন দিয়ে সকালে ঠোঁটে ব্রাশ করে নেবেন। এতে ঠোঁটের মৃত কোষ উঠে যাবে, সঙ্গে ঠোঁট হবে কোমল মসৃণ ও সুন্দর।