চুলের যত্ন ও তারপরিচর্যা

চুল পরিচর্যা শুরু করার আগে জানা দরকার আপনার চুল কী ধরনের-শুষ্ক, তৈলাক্ত না স্বাভাবিক। এ- তিন ধরনের চুলের আবার নানা ভাগ করা যায়- পাতলা না মোটা, ডগা ফাটা, কাঁচা-পাকা, হঠাৎ উঠে যাওয়া পর্যায় ইত্যাদি। আপানার চুলের ধরণ ও অবস্থা অনুযায়ী পরিচর্যা করতে হবে। চুল পরিচর্যার প্রধান আটটি পর্যায় হলোঃ

১. আঙুলের সাহায্যে চুলের জট আলগা করা (প্রতিদিন ২ বার সকালে ও বিকালে)।
২. চিরনির সাহায্যে চুল আঁচড়ানো (প্রতিদিন ২ বার-সকালে ও বিকেলে)।
৩. ব্রাশ ব্যবহার করে কোষ পরিষ্কার করা (প্রতিদিন ২ বার-সকালে ও রাততে)।
৪. মাথার ত্বক ম্যাসেজ করা (প্রতিদিন ১ বার)।
৫. সম্ভব হলে কন্ডিশনিং (সপ্তাহে ৩ বার)।
৬. সম্ভব হলে নিবিড় কন্ডিশনিং (মাসে ২ বার, প্রয়োজনে ৪ বার)।
৭. সম্ভব হলে শ্যাম্প দিয়ে চুল ধুয়ে ফেলা (প্রয়োজনে প্রতিদিন)।
৮. চুল শুকানো।