আকুপ্রেসার (লাতিন ‘আকু’ অর্থাৎ সূচ+‘প্রেসার’ অর্থাৎ চাপ), আকুপাঙ্কচারের মূলনীতিবিশিষ্ট একটি বিকল্প চিকিৎসাপদ্ধতি। এর মূল ধারণা হল প্রাণশক্তি যা দেহের মেরিডিয়ানে প্রবাহিত হয়। এই পদ্ধতিতে প্রাণশক্তি প্রবাহের বাধাস্থল দূর করতে আকুপাঙ্কচার স্থানসমূহে ভৌত চাপ প্রয়োগ করা হয়। এই চাপ হাত, কনুই বা বিভিন্ন সরঞ্জাম দ্বারা প্রয়োগ করা হতে পারে।
এই আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি এমনই একটি চিকিৎসা পদ্ধতি যাতে বিনা যন্ত্রের সাহায্যে এবং কোন পরীক্ষা না করেই রোগ নির্ধারণ করা ও রোগের চিকিৎসা করা যায়। এই পদ্ধতিতে রোগ নির্ণয় ও নিরাময় একই প্রেশার বিন্দু (আকু পয়েন্ট) দ্বারা করা যায়। এই প্রেশার বিন্দু প্রত্যেকটি মানুষের হাত, পা ও শরীরের বিশেষ কিছু অংশে পাওয়া যায়। প্রত্যেক ব্যক্তির নিজের হাত বা পায়ে পাওয়া প্রেশার বিন্দুকে (আকু পয়েন্ট) টিপে ধরে জানা যায় যে সেই ব্যক্তির কি রোগ হয়েছে এবং তার চিকিৎসা ও স্বয়ং রোগীই করতে পারে।