About BIOPLASGEN(বায়োপ্লাসজেন)/BIOCHEMIC COMBINATION(বায়োকেমিক কম্বিনেশন)

আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। হয়তো অনেকেই এটি সম্পর্কে জেনে থাকবেন আবার অনেকেই হয়তো জানেন না। তো চলুন জেনে নেয়া যাক …
#আলোচনার_বিষয়বস্তুঃ BIOPLASGEN(বায়োপ্লাসজেন)/BIOCHEMIC COMBINATION(বায়োকেমিক কম্বিনেশন)।
>> BIOPLASGEN / BIOCHEMIC COMBINATION কি ?
> বায়োকেমিক মেডিসিন তিন ভাবে প্রয়োগ করা হয়ে থাকে। একক ভাবে একটি মেডিসিন, একাধিক মেডিসিন একত্রে মিশ্রন। পর্যায়ক্রমে দুই বা ততোধিক মেডিসিন। Biochemic Combination হলো কয়েকটি বায়োকেমিক মেডিসিনের মিশ্রনে তৈরি একটি মেডিসিন। Bioplasgen / Biochemic Combination ব্যাচ নং-১ থেকে ২৮ হলো, ১২টি বায়োকেমিক মেডিসিন দিয়ে ২৮ প্রকার চিকিৎসার সহজ উপায়। যদিও অনেকে এটাতে দ্বিমত পোষণ করে থকেন।
একে Bioplasgen, Biochemic Combination ব্যাচ নং -১ থেকে ব্যাচ নং- ২৮ ইত্যাদি নামে চিনে। নাম যাই হোক কাজ জানা ও এর উপাদান সম্পর্কে সকলের জানা থাকা উচিৎ। অন্ততপক্ষে এটি অন্যান্য মেডিসিন থেকে নিরাপদ ও নির্ভেজাল।
>> BIOCHEMIC COMBINATION ও বায়োকেমিক মেডিসিন এর সম্পর্ক-
> ডাঃ ডাব্লিউ এইচ সুসলার বায়োকেমিক চিকিৎসা প্রণালীর প্রতিষ্ঠাতা। আমেরিকার বিখ্যাত হোমিও চিকিৎসক হেরিং, টিস্যুরেমিডি সম্পর্কে একটি গবেষণামূলক পুস্তক রচনা করেন। সেখানে তিনি সুসলার এর আবিস্কারের ভূয়সী প্রশংসা করেন। তিনি চিকিৎসা জগতে এক নতুন অধ্যায় রচনা করেন। বিজ্ঞান পরিবর্তনশীল এবং নিত্যনতুন আবিস্কারের প্রতি শ্রদ্ধাশীল। পুরাতন কে সংস্কার কারিদের বলা হয় সংস্কারক। যেহেতু বায়োকেমিক মেডিসিন মাত্র ১২টি। তাই এটি রপ্ত করা সহজ সাধ্য। অন্যদিকে প্রত্যেক রোগে প্রায়শই একাধিক মেডিসিনের প্রয়োজন পরে। তাই, বায়কেমিক গবেষকগণ সেই মেডিসিন গুলোকে একত্র করে প্রয়োগ ও সেবন সহজ করে দিয়েছেন।
কেমন লাগে আমাদের ব্লগপোস্ট গুলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন…
                                                     ———— ধন্যবাদ ————