চন্দন একটি সুগন্ধি গাছের নাম। বিভিন্ন প্রসাধনী ও লোকজ চিকিৎসার ব্যবহারে পরিক্ষিত এবং রূপচর্চার অন্যতম একটি উপাদান হলো চন্দন। রূপচর্চায় চন্দন কাঠ বা চন্দন কাঠের গুড়া ব্যবহার করা হয়।
রূপচর্চায় চন্দন প্যাক:
১. চন্দন এবং হলুদ, দুধের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন একটি প্যাক যা আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল।
২. ব্রণের সমস্যা থাকে মুক্তি পেতে ব্যবহার করুন চন্দন ও নিমের প্যাক। নিম পাতা ও চন্দন গুড়া পানি দিয়ে পেস্ট করে নিয়ে এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ব্রণের সমস্যা দূর হয়।
৩. ত্বক সুন্দর করতে এবং আদ্র রাখতে নিয়মিত ব্যবহার করুন চন্দন ও গোলাপজলের প্যাক।
৪. ত্বক উজ্জল করতে ব্যবহার করতে পারেন চন্দন ও বেসন অথবা চন্দন ও দুধ।
৫. এক চামচ চন্দন পাউডারের সঙ্গে সামান্য এ্যালোভেরা জেল মিশিয়ে বানিয়ে ফেলুন একটি পেস্ট যা আপনার মুখের দাগ এবং পোড়াভাব কমাতে সাহায্য করবে।
৬. সমপরিমান চন্দন গুঁড়া, টমেটো রস, মুলতানি মাটি ও সামান্য গোলাপজল মিশিয়ে তৈরি প্যাক আপনার মুখের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করবে।
৭. চন্দন গুঁড়া, কমলার ছালের পেস্ট ও সামান্য গোলাপজল একত্রে মিশিয়ে তৈরিকৃত প্যাক আপনার ত্বককে দ্রুত উজ্জল করতে সাহায্য করবে।
৮. চন্দন পাউডার ও সমপরিমান গোলাপ জল মিশিয়ে ডার্ক সার্কেলের জায়গায় লাগালে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়।
[আমাদের অনলাইন স্টোরে ভালো মানের চন্দন পাউডার, মুলতানি মাটিসহ বিভিন্ন রূপচর্চার পন্য পাওয়া যায়।]
রুপ চর্চার পণ্য অর্ডার করতে আমাদের আমাদের পেজে মেসেজ করুন- https://www.facebook.com/naturalhealthcareBD18