ডায়াবেটিস রোগীরা কি ধরনের তেল খাবেন? / What Kind of Oil Should Diabetic Patients Eat?



       মাখন, ঘি এবং তেলের পরিমাণ 
      ৩০ থেকে ৭০ গ্রাম হওয়া দরকার। 
           এর বেশি কিন্তু নয়। 


যারা নিরামিষ ভোজন করেন তাঁরা আধা লিটার দুধ ও কিছু ডাল জাতীয় প্রোটিন খাবেন। ডায়াবেটিস রোগীদের এখানে অবশ্যই মনে রাখা দরকার কোনো রকম মাদক দ্রব্য ব্যবহার একেবারেই চলবে না। যেমন- সিগারেট, তামাক, মদ একেবারেই খাবেন না । ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন অবশ্যই দরকার । খালি পায়ে হাটা নয়,জুতা পায়ে হাঁটা দরকার । যে সব ডায়াবেটিস রোগীদের ওজন অনেকটা কমে তাদের প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া দরকার । চিকিৎসকের পরামর্শ এক্ষেত্রে আবশ্যক। তিন মাস অন্তর চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়া দরকার । সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে খাদ্যের তালিকা জেনে নেওয়া দরকার ।