মরিঙ্গায় রয়েছে ৯২ ধরণের পুষ্টি উপাদান, ৪৬টি এন্টি-অক্সিডেন্ট, আয়রণ, জিংক, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদিসহ শরীরের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান।
দেশি বিদেশি পুষ্টি বিজ্ঞানীরা মরিঙ্গাকে অলৌকিক বৃক্ষ বলে অভিহিত করেন। কারণ, এর পাতায় ৮ রকম অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিডসহ ৩৮% আমিষ আছে, যা বহু উদ্ভিদে নেই।
* লেবুর চেয়ে ৭ গুন বেশি ভিটামিন-সি।
* গাজরের চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন-এ।
* ডিম থেকে ২ গুণ বেশি প্রোটিন।
* দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালসিয়াম।
* কলার চেয়ে ৩ গুণ বেশি পটাশিয়াম ও
* পালং শাকের চেয়ে ৫ গুণ বেশি আয়রন আছে।
একনজরে জেনে নেই কি কি রোগের প্রতিষেধক-
* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে
* ডায়াবেটিস নিয়ন্ত্রনে
* হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায়
* কান ব্যাথা
* মাথা ব্যাথা
* শরীর ব্যাথা
* ফোঁড়া সারাতে
* মূত্র পাথরি দূরীকরণে
* হাঁপানি
* গ্যাস্ট্রিক এর চিকিৎসায়
* সর্দি ও জ্বর এর চিকিৎসায়
* কোষ্ঠকাঠিন্য চিকিৎসায়
* দৃষ্টিশক্তি ভালো করে
* ক্রিমিনাশক
* অবশতা
* সয়াটিকা
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
* শরীরের বিষাক্ত দ্রব্য বের করতে
* মাইগ্রেন
* আর্থাইটিস সহ
৩০০ ধরনের রোগের কাজ করে (বিজ্ঞানীদের মতে)।
বানানোর নিয়ম –
আধা চা চামচ পাউডার, এক কাপ পানিতে মিশিয়ে হেলথ ড্রিংক হিসেবে প্রতিদিন দুই বার খেতে পারেন। দুধ অথবা মধুর সাথে মিশিয়েও খাওয়া যায়। সাথে কিছমিছ ও বাদাম যোগ করতে পারেন।
>> Extract Essence সমৃদ্ধ মরিঙ্গা (Moringa) পাউডার এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। কেন আমাদের মরিঙ্গা (Moringa) নিবেন- * দেশীয় জাতের বিশুদ্ধ পাতা থেকে তৈরী। * সকল পণ্যের মান যাচাইকৃত।